বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

উলিপুরে অর্থনৈতিক শুমারির প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন 

উলিপুরে অর্থনৈতিক শুমারির প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন 
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ “অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন
নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন” এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুরে অর্থনৈতিক শুমারি ২০২৪ এর মূল শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগণের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমান।
এ সময় উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আনিছার রহমান খোকন, জোন-০১ পৌরসভার জোনাল অফিসার ইমরুল হাসান, আইটি সুপারভাইজার শাহ আলম উপস্থিত ছিলেন।
উপজেলার একটি পৌরসভাসহ ১৩টি ইউনিয়নে ছয়টি কেন্দ্রে ৪৪ জন সুপারভাইজার ও ২১৭ জন তথ্য সংগ্রহকারীগণের প্রশিক্ষণ কার্যক্রম চারদিন ব্যাপি আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
উপজেলা পরিসংখ্যান অফিসের তথ্য সূত্রে জানা গেছে, পান্ডুল, দলদলিয়া ও থেতরাই ইউনিয়নের প্রশিক্ষণ বাকরের হাট উচ্চ বিদ্যালয়ে, বুড়াবুড়ি, বেগমগঞ্জ ও সাহেবের আলগা ইউনিয়নের প্রশিক্ষণ আফতাবগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে, দূর্গাপুর, হাতিয়া ও ধরনিবাড়ি ইউনিয়নের প্রশিক্ষণ মালতিবাড়ি দিগড় উচ্চ বিদ্যালয়ে, তবকপুর ও ধামশ্রেনী ইউনিয়নের প্রশিক্ষণ দড়িচর পাঁচপাড়া প্রাথমিক বিদ্যালয়ে এবং গুনাইগাছ ডিগ্রী কলেজে বজরা ও গুনাইগাছ ইউনিয়নের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন