ঘোড়াঘাটে র্যাব-পুলিশের অভিযানে ডাকাত ‘হেলাল’ গ্রেপ্তার


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
র্যাব-পুলিশের যৌথ অভিযানে দিনাজপুরের ঘোড়াঘাট থানার ডাকাতি মামলার পলাতক আসামি হেলাল উদ্দিন (২৮) নামে এক আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৯ মে) রাতভর অভিযান চালিয়ে জয়পুরহাট জেলার কালাই উপজেলার শান্তিনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হেলাল উদ্দিন জয়পুরহাট জেলার কালাই উপজেলার জগডুম্বর এলাকার বাসিন্দা। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করছেন।
ওসি জানান, ডাকাতির প্রস্তুতি কালে এগিয়ে আসছিলো একটি গাড়ি। গাড়িটির গতিরোধ করে ডাকাতের দল। গাড়ির ভীতরে বসা ছিল পুলিশ। পুলিশকে দেখে পালানোর চেষ্টা করে ডাকাতরা। গত ২৭ এপ্রিল হিলি-ঘোড়াঘাট আঞ্চলিক সড়কের খাঁ পুকুর এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় ধাওয়া দিয়ে দুই জনকে আটক করে পুলিশ এবং সাথে থাকা অন্য ডাকাতরা পালিয়ে যায়। তারপর থেকেই পলাতক ডাকাতদের খুজতে থাকে পুলিশ। পরে ঘোড়াঘাট থানা পুলিশ ও রাজশাহী র্যাব-৫ জয়পুরহাট সিপিসি-৩ এর সহযোগিতায় রাতভর অভিযানে ডাকাতিসহ একাধিক মামলার আসামি হেলাল উদ্দিন নামে এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, আসামিকে আজ সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। ডাকাতের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।