আদমদীঘিতে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার-৩
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে পৃথক স্থানে অভিযান চালিয়ে ৪১ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সান্তাহার শহর ফাঁড়ি ও আদমদীঘি থানা পুলিশ। গতকাল বুধবার দুপুরে মাদকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, সান্তাহার পৌর শহরের সাঁতাহার পাড়ার বাবলুর রহমান বাবলার ছেলে নাজমুল হক ওরফে আকাশ (২৩) স্টেশন কলোনীর আমির হোসেনের ছেলে হাসান আলী (২০) ও কলসা রথবাড়ি এলাকার মাসুম মোল্লার ছেলে মেহেদি হাসান ওরফে বনি(২৮)।
আদমদীঘি থানা পুলিশ সুত্রে জানা যায়, গতকাল বুধবার সান্তাহার পৌর শহরের বি.পি স্কুলের সামনে পাকা সড়কের উপর মাদক বেচাকেনা করছে ও কলসা হলুদঘর টুনটুনি বাবার মসজিদের পাশে ঢালাই সড়কের উপর মাদক বেচাকেনা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪১ পিস নেশা দ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল করিম রেজা জানান, ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৩ আসামিকে মাদক আইনে মামলা দিয়ে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।