শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ডোমারে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন রোগীদের মাঝে চেক বিতরণ 

ডোমারে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন রোগীদের মাঝে চেক বিতরণ 
 রবিউল হক রতন , ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রকার রোগীদের মাঝে ৫০ হাজার টাকার চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৬ জুন দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ে এই চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা( ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোগীদের হাতে চিকিৎসা সেবা প্রদানের চেক তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মাবুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজুল ইসলাম মধু প্রমুখ।
উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মধ্যে ক্যান্সাার রোগী ১৮ জন, লিভার সিরোসিস রোগী ০৪ জন, প্যারালাইসিস রোগী ০৮ জন, জন্মগত হৃদরোগ রোগী ০২ জন থ্যালাসেমিয়া রোগী ০২ জনসহ মোট ৩৪ জন রোগীদের প্রত্যেককে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্য ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। এবং সর্বমোট ১৭ লক্ষ টাকা ৩৪ জন রোগীর মাঝে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃপক্ষ।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন