পাঁচবিবিতে ৬৬৫ ক্ষুদ্র নৃতাত্বিক পরিবারের মাঝে হাঁস ও গৃহনির্মাণ সামগ্রী বিতরণ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: আজ সোমবার দুপুরে পাঁচবিবি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ৬৬৫ ক্ষুদ্র নৃতাত্বিক পরিবারের মাঝে ১৩ হাজার ৩’শ হাঁস ও গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণের উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা আরিফা সুলতানা।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নিয়ায কাযমীর রহমান ও উপজেলা ভেটেরিনারী সার্জন ডাঃ ফয়সাল রাব্বী।বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ নিয়ায কাযমীর রহমান জানান,সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মনোন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় এই বিতরণ কর্মসূচী চলছে।