রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক উদ্যোগুলোকে সফল ও স্বার্থক করতে হবে– পঞ্চগড় জেলা প্রশাসক

মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক উদ্যোগুলোকে সফল ও স্বার্থক করতে হবে– পঞ্চগড় জেলা প্রশাসক

 আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২২ মার্চ) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে চতুর্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এবং দেশের ৭ জেলা ও ১৫৯ টি উপজেলাকে ভুমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন। এসময় আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে পঞ্চগড়ের জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার ক্তব্যে উপরোক্ত কথা বলেন। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বলেন, পুর্নবাসিত পরিবারগুলোকে প্রশিণের মাধ্যমে আয়বর্ধক প্রকল্পের আওতায় নেয়া হচ্ছে। এসব পরিবারের জীবনমান ও কর্মদতা উন্নয়নে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপে মোট ৪০১ জন নারী পুরুষকে বিভিন্ন ট্রেডে প্রশিণ দিয়ে সেলাই মেশিন, অটোভ্যান, গবাদিপশু প্রদানসহ কাবিখা, কাবিটা প্রকল্পে সম্পৃক্ত করে তাদের জীবনমান উন্নয়নে উপজেলা প্রশাসন কাজ করছে। এছাড়াও প্রতিটি পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা, বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা, কবুলিয়ত ও জমির নামজারী সম্পন্ন করা হয়েছে। তিনি আরো বলেন, উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলায় ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের মাধ্যমে পুনর্বাসনের ল্েয বাস্তবায়িত প্রকল্প সংশ্লিষ্ট সকল কার্যক্রম সর্বসাধারণের মাঝে তুলে ধরে প্রধানমন্ত্রীর এ মানবিক উদ্যোগকে সফল ও স্বার্থক করতে হবে।#

 

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন