মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

মেজর লিগ সকার থেকে সৌদি লিগ ভালো : রোনালদো

মেজর লিগ সকার থেকে সৌদি লিগ ভালো : রোনালদো

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ফুটবলের দুই মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। দুজনেই ইউরোপিয়ান ফুটবলকে বিদায় দিয়েছেন। রোনালদো বেছে নিয়েছেন সৌদি লিগ, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার বেছে নিয়েছেন কাতার বিশ্বকাপজয়ী মেসি। তাতে আলোচনা-সমালোচনা থাকলেও রোনালদো কিন্তু নিজের সৌদি লিগকেই তুলনায় সেরা বলে রায় দিয়েছেন। তার মতে, মেসির মেজর লিগ সকার থেকেও ভালো সৌদি লিগ!

রোনালদো গত ডিসেম্বরে সবাইকে অবাক করে দিয়ে আড়াই বছরের চুক্তিতে আল নাসরে নাম লিখিয়েছেন। তার সিদ্ধান্ত শুরুতে বিস্ময়ের জন্ম দিলেও এখন তারই পদাঙ্ক অনুসরণ করছেন বাকিরা। রিয়াল মাদ্রিদ থেকে এরই মধ্যে করিম বেনজেমা আল ইত্তিহাদে যোগ দিয়েছেন। চেলসি থেকে একই ক্লাব চলে এসেছেন এনগোলো কন্তেও। তাতে তাঁরার হাট হয়ে উঠেছে সৌদি আরব। রোনালদোও মনে করেন, সৌদিতে বাকি খেলোয়াড়দের আসার পথটা উন্মুক্ত করেছেন তিনি, ‘সৌদি লিগ মেজর লিগ সকার থেকেও ভালো। এখন বাকি খেলোয়াড়রাও এখানে আসছে। এক বছরে আরও শীর্ষ খেলোয়াড়রা সৌদি আরবে আসবে।’

সোমবার প্রাক মৌসুম প্রস্তুতিতে সেল্টা ভিগোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে আল নাসর। সেখানে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছে রোনালদোর ক্লাব। ম্যাচ শেষে পর্তুগিজ তারকা ইএসপিএনকে আরও বলেছেন, ইউরোপিয়ান লিগগুলো এখন পড়তির দিকে। আর ইউরোপের ক্লাব ফুটবলেও তার ফেরার কোনো সম্ভাবনা নেই, ‘আমি শতভাগ নিশ্চিত ইউরোপিয়ান ক্লাব ফুটবলে আর ফিরছি না। এখন আমার বয়স ৩৮ বছর। ইউরোপিয়ান ফুটবল তার মান হারিয়েছে। এখন পর্যন্ত ভালো করছে শুধু ইংলিশ প্রিমিয়ার লিগ। তারা বাকিদের চেয়ে অনেক এগিয়ে।’

 

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন