মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

গাইবান্ধা থেকে রংপুরের মহাসমাবেশে যোগ দেবেন অর্ধলাখ নেতাকর্মী

গাইবান্ধা থেকে রংপুরের মহাসমাবেশে যোগ দেবেন অর্ধলাখ নেতাকর্মী
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ
রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশকে কেন্দ্র করে গাইবান্ধাসহ বিভাগের আট জেলায় সাজ সাজ রব বিরাজ করছে। আগামীকাল বুধবার (২ আগস্ট) রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের বিভাগীয় মহাসমাবেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। সমাবেশে ১০ লাখের বেশি মানুষের সমাগম হবে বলে দলীয় নেতারা প্রত্যাশা করছেন। সমাবেশে গাইবান্ধা থেকে যোগ দেবেন অন্তত ৫০ হাজার নেতাকর্মী। তারা বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে সমাবেশস্থলে পৌঁছাবেন। গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক ঢাকা পোস্টকে বলেন, প্রধানমন্ত্রীর সমাবেশে গাইবান্ধার সাত উপজেলা থেকে অন্তত ৫০ হাজার নেতাকর্মী যোগ দেবেন। এর বেশিও হতে পারে। তিনি বলেন, ৫০০ বাস ও অনান্য যানবাহনে করে আমরা নেতাকর্মীরা রংপুরে যাব। সকালে এসব বাস ও ট্রাক প্রতিটি ইউনিটে পৌঁছে যাবে। তারা সকালে একত্রিত হয়ে এলে আমরা বিশাল শোভাযাত্রা নিয়ে সমাবেশে যোগ দেব। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাড়ে ১৪ বছরে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। গ্রাম থেকে শহর, সব জায়গায় তা দৃশ্যমান। বৈশ্বিক সংকটকে পুঁজি করে বিএনপি-জামায়াত দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।  তাদের ষড়যন্ত্রকে রুখতে আওয়ামী লীগের নেতৃত্বে সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন