শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ঘোড়াঘাটে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ

ঘোড়াঘাটে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৭২০ মিটার চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও ঘোড়াঘাট থানা পুলিশের সহযোগিতায় উপজেলা মৎস্য দপ্তর এ অভিযান পরিচালনা করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা রিয়াজ মোর্শেদ রঞ্জু জানান, পরিবেশ ও মাছের জীবন বৈচিত্র্য ধ্বংসের হাত থেকে রক্ষায় চাইনা দুয়ারী জাল নিষিদ্ধ করেছে সরকার। এ জালে ছোট বড় থেকে শুরু করে যেকোনো জলজ প্রাণী একবার প্রবেশ করলে আর বের হতে পারেনা। এতে নদী-নালা খাল বিলে বসবাসরত মাছসহ সকল প্রকার জলজ প্রাণী বিলুপ্তির পথে। এজন্য উপস্থিত স্থানীয় লোকজন ও অন্যান্য জেলেদের সতর্ক করে জনসচেতনতামূলক আলোচনা করা হয়। যেন এধরণের জাল কেউ নদীতে না ফেলে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, উদ্ধার করা নিষিদ্ধ জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত করতোয়া নদীসহ উপজেলার বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন