শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

উলিপুরে মহারাণী স্বর্ণময়ীর ১২৬তম মৃত্যুবার্ষিকীর শোকজ্ঞাপন

উলিপুরে মহারাণী স্বর্ণময়ীর ১২৬তম মৃত্যুবার্ষিকীর শোকজ্ঞাপন

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :কুড়িগ্রামের উলিপুরে মহারাণী স্বর্ণময়ীর ১২৬ তম মৃত্যুবার্ষিকীর শোকজ্ঞাপন ও আবু হেনা মুস্তফার গবেষণাগ্রন্থ ‘মহারাণী স্বর্ণময়ী’র মোড়ক উন্মোচন উপলক্ষে মুক্ত আলোচনাচক্র অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে মহারাণী স্বর্ণময়ী’র ১২৬ তম মৃত্যুবার্ষিকী স্মরণ কমিটির আয়োজনে উলিপুর বণিক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত মুক্ত আলোচনাচক্র সভায় সভাপতিত্ব করেন উলিপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যাপক এম এ মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, উলিপুর মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দেবব্রত রায়, এম এ মতিন কারিগরি ও কৃষি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোরশেদ আলম, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালমান হাসান ডেভিড মারজান। উদীচীর জাতীয় পরিষদ সদস্য মিনহাজ আহমেদ মুকুলের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন রায়, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুল হক বাচ্চু, উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা উম্মে হাবিবা পলি, উলিপুর লোকজ সংস্কৃতি পরিষদের সভাপতি রথীন্দ্র প্রসাদ পান্ডে, বিশিষ্ট ব্যবসায়ী নুরে আলম সিদ্দিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন