শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ভিনিসিয়ুসের চোট কতটা গুরুতর?

ভিনিসিয়ুসের চোট কতটা গুরুতর?

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :মাদ্রিদের আক্রমণভাগে অবিচ্ছেদ্য এক নাম হয়ে উঠেছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়ুস জুনিয়র। তবে এবার মৌসুমের শুরুতেই ইনজুরিতে পড়তে হচ্ছে ভিনিকে। লা লিগায় সেল্টো ভিগোর বিপক্ষে চোট পেয়ে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছেড়েছিলেন তিনি।ব্রাজিলিয়ান উইঙ্গারের চোট কতটা গুরুতর, সেটা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি তার ক্লাব রিয়াল মাদ্রিদ। তবে গতকাল সোমবার রিয়ালের বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে ডান ঊরুর মাংশপেশিতে চোট পেয়েছেন ভিনি। ধারণা করা হচ্ছে, কমপক্ষে এক মাসের জন্য মাঠের বাইরেই থাকবেন ভিনি। সময়টা ছয় সপ্তাহ পর্যন্ত বাড়তে পারে। অবশ্য, কত দিন তাকে মাঠের বাইরে থাকতে হবে, সে বিষয়ে রিয়াল কিছু জানায়নি। পুরোটাই জানিয়েছেন স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো। আর এই ৬ সপ্তাহে রিয়ালের জার্সিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করবেন ভিনি। ব্রাজিলের জার্সিতেও হয়ত দেখা যাবে না তাকে। নতুন মৌসুমের চ্যাম্পিয়নস লিগের শুরু আগামী ১৯ সেপ্টেম্বর থেকে। ভিনিসিয়ুসকে এর আগে পূর্ণ ফিট হিসেবে না পাওয়ার সম্ভাবনাই বেশি। এছাড়া লা লিগায় হেতাফে, রিয়াল সোসিয়েদাদ ও লাস পালমাসের বিপক্ষে ঘরের মাঠে ম্যাচে ভিনিসিয়ুসকে পাবে না রিয়াল। তবে সবচেয়ে বড় দুশ্চিন্তা ২৪ সেপ্টেম্বর মৌসুমের প্রথম ‘মাদ্রিদ ডার্বি’টাও সম্ভবত মিস করতে চলেছেন ভিনিসিয়ুস। সবমিলিয়ে, অক্টোবরের আগে ভিনিসিয়ুসের মাঠে ফিরবেন এমন সম্ভাবনা নেই বললেই চলে। গত মৌসুমে ৫৫ ম্যাচে ২৩ গোল করার পাশাপাশি রিয়াল সতীর্থদের জন্য আরও ২১ গোল বানিয়েছেন ২৩ বছর বয়সী এ তারকা। আক্রমণভাগে তাকে মিস করবে মাদ্রিদ এটাই বড় সত্য।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন