বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

নতুন কোচের অধীনে চেলসির প্রথম জয়

নতুন কোচের অধীনে চেলসির প্রথম জয়

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : শেষ দুই দশকে ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দলের তালিকা যদি করা হয় তাহলে উপরের দিকেই থাকবে চেলসির নাম। তবে শেষ ১২ মাস দুঃস্বপ্নের মতো কেটেছে লন্ডনের ক্লাবটির। ইংলিশ প্রিমিয়ার লিগে গত মৌসুম শেষ করতে হয়েছে ১২ নম্বরে থেকে যা চেলসির মতো ক্লাবের জন্য লজ্জাজনকই বটে। কাড়ি কাড়ি অর্থ এবং খেলোয়াড় কিনেও মাঠে সাফল্য না আসায় বারবার পরিবর্তন করতে হয়ে কোচ। তাতেও কাজ না হওয়ায় শেষ পর্যন্ত ধরনা দিতে হয়েছে নগর প্রতিদ্বন্দ্বী টটেনহামের সাবেক কোচ মাওরিসিও পচেত্তিনোর কাছে। তবে টটেনহাম ও পিএসজির সাবেক এই কোচও এনে দিতে পারছিলেন না সাফল্য। দুই ম্যাচের একটিতে ড্র ও অপরটিতে হেরে টেবিলের নিচে ঠাঁই মিলেছিল চেলসির। তবে অবশেষে প্রিমিয়ার লিগে এই মৌসুমে নতুন আসা লুটন টাউনের বিপক্ষে দুর্দান্ত খেলে পচেত্তিনোর দল মৌসুমের প্রথম জয়ের দেখা পেয়েছে। বাংলাদেশ সময় শুক্রবার (২৫ আগস্ট) রাত ১টায় ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় চেলসি ও লুটন টাউন। ম্যাচটিতে ৩-০ গোলের জয় পেয়েছে চেলসি। দলটির হয়ে জোড়া গোল করেন রহিম স্টার্লিং এবং একটি গোল করেন এই মৌসুমে যোগ দেওয়া নিকোলাস জ্যাকসন। প্রথম থেকেই চমৎকার খেলতে থাকা চেলসি গোলের দেকা পায় ম্যাচের ১৭ মিনিটে। ডিফেন্ডার মালো গাসটোর সহায়তা দারুণ এক দৌড়েব পর বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন ফরোয়ার্ড রহিম স্টার্লিং। তাতে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় চেলসি। বিরতি থেকে ফিরে দলের ও নিজের জোড়া গোল পূর্ণ করেন স্টার্লিং। আর এবারও অ্যাসিস্ট করেন গাসটো। ৬৮ মিনিটে এই গোলটি স্টার্লিং করেন ডান পায়ের শটে। ম্যাচের ৭৫ মিনিটে চেলসি ব্যবধানে ৩-০ করে। এবার গোল করেন স্ট্রাইকার নিকোলাস জ্যাকসন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় এই ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে দুদল। তৃতীয় ম্যাচে এসে প্রথম জয় পাওয়া চেলসির বর্তমান পয়েন্ট ৪। আর দুই ম্যাচ হেরে তলানিতে রয়েছে লুটন টাউন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন