রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

সংবাদ শিরোনামঃ

এশিয়া কাপে লিটনের পরিবর্তে বিজয়!

এশিয়া কাপে লিটনের পরিবর্তে বিজয়!

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :শুরুতে শোনা গিয়েছিল প্রথম ম্যাচ খেলা হবে না লিটন দাসের। বুধবার সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়ে দিলো, টুর্নামেন্টেই খেলা হচ্ছে না তার। জ্বর পুরোপুরি না সারায় ওপেনিং ব্যাটার এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন। তার বদলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। জ্বরের কারণে লিটন দলের সঙ্গেও যেতে পারেননি। অথচ তামিম ইকবাল না থাকায় ওপেনিংয়ে বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার ছিলেন তিনি। শেষ পর্যন্ত ছিটকে যাওয়ায় এটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য বড় ধাক্কা। 

দলে ডাক পাওয়া এনামুল ৪৪টি ওয়ানডে খেলেছেন। তিনটি সেঞ্চুরিতে তার সর্বমোট রান ১ হাজার ২৫৪। সর্বশেষ ওয়ানডে খেলেছেন গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে। এনামুলের আজকেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা।  এনামুলের অন্তর্ভুক্তি নিয়ে প্রধান নির্বাচক মিনাজুল আবেদীন বলেছেন, ‘ঘরোয়া ক্রিকেটে সে রানের মাঝে ছিল। তাকে আমরা পর্যবেক্ষণেও রেখেছিলাম। ফলে সে আমাদের বিবেচনায় সব সময় ছিল।’লিটন না থাকায় এনামুলের মতো একজনকেই খুঁজছিল বিসিবি।  যিনি ব্যাটিংয়ের পাশাপাশি কিপিংটাও করতে পারেন। প্রধান নির্বাচক জানিয়েছেন, ‘লিটনের না থাকায় আমাদের একজন টপ অর্ডার ব্যাটার প্রয়োজন ছিল যিনি কিপিংও করতে পারেন। সেজন্যই এনামুলকে নেওয়া।’ পাল্লেকেলেতে কাল শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে প্রথম পর্বের পরের ম্যাচ খেলতে যাবে পাকিস্তান।এশিয়া কাপে বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, নাঈম শেখ, শামীম হোসেন, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব ও এনামুল হক বিজয়।

 

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন