বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

বিশ্বকাপের পর জয়ের দেখা পেল পাকিস্তান

বিশ্বকাপের পর জয়ের দেখা পেল পাকিস্তান

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :  ব্যাটে বলে সময়টা ভালো যাচ্ছিলো না পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের। ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা পোশাকেও নিজেদের ভাগ্য ফেরাতে পারেনি ম্যান ইন গ্রিনরা। অজিদের বিপক্ষে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর নিউজিল্যান্ড সফরেও ব্যর্থতাই সঙ্গী হয়ে ছিল বাবর আজমদের, হেরেছে কিউদের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম চারটিতেই। ফলে সমালোচনাও কম হচ্চিল না শাহিন আফ্রিদির দল নিয়ে। তবে টানা হারের বৃত্ত ভেঙে অবশেষে জয়ের দেখা পেয়েছে সফরকারীরা, সিরিজের পঞ্চম ম্যাচে ব্ল্যাক ক্যাপসদের ৪২ রানে হারিয়েছে পাকিস্তান। সব ফরম্যাট মিলিয়ে বিশ্বকাপের পর টানা ৮ ম্যাচ হারের পর অবশেষে ক্রাইস্টচার্চে আজ নিজেদের জয়খরা কাটাতে সক্ষম হয়েছে পাকিস্তান। টসে জিতে ব্যাটিংয়ে নেমে আজও অবশ্য শুরুটা ভালো হয়নি ম্যান ইন গ্রিনদের। ইনিংসের তৃতীয় বলেই টিম সাউদির বলে গ্লেন ফিলিপ্সের মুঠোবন্দী হয়ে বিদায় নেন ওপেনার হাসিবুল্লাহ খান। এরপর ক্রিজে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গী হন বাবর আজম। এ দুজন মিলে গড়েন ৫৩ রানের জুটি। তবে বাবর আজ নিজের ইনিংস বড় করতে পারেননি। ২৪ বলে ১৩ রান করে ইশ সোধির বলে আউট হয়ে সাজঘরে ফিরেন তিনি। এরপর পাকিস্তানকে এগিয়ে দেন ফখর জামান। ১৬ বলে ৪ছয় আর ১ চারের ঝড়ো এক ইনিংস খেলে বিদায় নেন তিনি। এরপর আর কেউই দলের হাল ধরতে পারেননি। রিজওয়ানের ২৮ বলে ৩৮ রানের ইনিংসের সুবাদে শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রানের সংগ্রহ গড়ে পাকিস্তান। ১৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এরপর কিউইদের শুরুটাও ভালো হয়নি। দলীয় ১২ রানেই ওপেনার রাচীন রবীন্দ্র ফিরে যান সাজঘরে। এরপর আরেক ওপেনার ফিন অ্যালেনও নিজের ইনিংস বড় করতে পারেননি। ১৯ বলে ২২ রান করে তিনিও জামান খানের বলে আউট হয়ে সাজঘরের পথ ধরেন। এরপর আর কেউই আজ ব্ল্যাক ক্যাপসদের হাল ধরতে পারেননি। ব্যক্তিগত সর্বোচ্চ ২৬ রান করেন গ্লেন ফিলিপ্স। শাহিন আফ্রিদি, ইফতিখার আহমেদের বোলিং তোপে ১৭.২ ওভারে ৯২ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ফলে ৪২ রানের জয় পায় পাকিস্তান।  এই জয় অবশ্য পাকিস্তানের সিরিজ হারের ব্যবধানই কমিয়েছে কেবল। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি তারা হেরেছে ৪-১ ব্যবধানে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন