রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

বাংলাদেশের সঙ্গে দ্বৈরথের কিছু দেখেন না শানাকা

বাংলাদেশের সঙ্গে দ্বৈরথের কিছু দেখেন না শানাকা

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : এশিয়ানদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আধিপত্যের দিক থেকে ভারতের পরই অবস্থান শ্রীলঙ্কার। যদিও এবার টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে লঙ্কান শিবিরে ইনজুরির থাবা পড়েছে। যা শক্তি-সামর্থ্যে কিছুটা দুর্বলই করে দিয়েছে লঙ্কানদের। গত আসরেও দেশটিএমনই তুলনামূলক কম শক্তি নিয়ে শুরু করেছিল। কিন্তু সেই দলটিই শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন ট্রফিটি বাগিয়ে নেয়। তাই তো এবারও একই স্বপ্ন নিয়েই মাঠে নামছে শ্রীলঙ্কা।  ম্যাচ শুরুর একদিন আগে আজ (বুধবার) সংবাদ সম্মেলনে এসেছিলেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। এ সময় তিনি বলছিলেন, ‘অবশ্যই বাংলাদেশের বিশ্বমানের পেসার আছে। আমরা এখানে যা বলি তা আপনারা কীভাবে নাও সেটা আপনাদের বিষয়। গতবার আমি খারাপ কিছু মিন করিনি, কিন্তু এটা ভাইরাল হয়ে গিয়েছিল। আমাদের অবশ্যই প্রতিপক্ষের জন্য সম্মান আছে। এটা সম্পূর্ণ আসলে তোমরা বিষয়টা কিভাবে নিচ্ছো, তার ওপর নির্ভ।’এর আগে গত এশিয়া কাপে বাংলাদেশ ম্যাচের আগে দুবাইতে শানাকা বলেছেন, ‘আফগানিস্তানের বোলিং আক্রমণ বিশ্বমানের। বাংলাদেশ দলে ফিজ (মুস্তাফিজ) খুব ভালো বোলার, সাকিব একজন বিশ্বমানের বোলার। এছাড়া বাংলাদেশ দলে সেভাবে আর কোন বিশ্বমানের বোলার নেই।  তাই আমি মনে করি আফগানিস্তানের তুলনায় বাংলাদেশের বিপক্ষে খেলা সহজ হবে।’ আগের প্রসঙ্গ টেনে এনেই সেই ভুল শোধরাতে চাইলেন লঙ্কান অধিনায়ক। এরপরই বাংলাদেশের সঙ্গে দ্বৈরথ নিয়ে শানাকা বলেন, ‌‘দুর্ভাগ্যজনকভাবে তারা (বাংলাদেশ) এশিয়া কাপ বা কোনো বিশ্বকাপ জেতেনি। তাদের সম্ভাবনাময় খেলোয়াড় আছে। বিশ্বকাপে যাওয়ার আগে এটি গুরুত্বপূর্ণ। তাদের কোথাও না কোথাও শুরু করতে হবে। আগে আমরা ভারতের বিপক্ষেই বেশি খেলতাম। এখন ব্যাপারটি নতুন। বাংলাদেশ ভালো করতে চায়। আমি দ্বৈরথের কিছু দেখি না। তবে ক্রিকেটের ধরনই এমন।’ এদিকে বাংলাদেশ দলের বোলিং আক্রমণকে এগিয়ে রেখে সাকিব বলেন, ‘অভিজ্ঞতার দিক (শ্রীলঙ্কান বোলিং থেকে) থেকে অবশ্যই আমরা এগিয়ে। আমি যেটা বললাম শ্রীলঙ্কার কন্ডিশনে যারা এলপিএলে ভালো করেছে তারাই এসেছে দলে। কাউকে ছোট করার কিছু নেই।’

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন