বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

প্যারাসিটামল খাওয়ার আগে যা জেনে রাখা জরুরি

প্যারাসিটামল খাওয়ার আগে যা জেনে রাখা জরুরি

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : হালকা সর্দি-জ্বর হলেই অনেকে তাৎক্ষণিক কোনো চিন্তা না করে প্যারাসিটামল ওষুধ খেয়ে নেন। অনেক সময় অন্যান্য ওষুধের  সঙ্গে প্যারাসিটামলও খাই। কিন্তু এটা কতটা সঠিক?

চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও ওষুধের সঙ্গে প্যারাসিটামল খাওয়া উচিৎ নয়। এতে শরীরে বিভিন্ন নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। চিকিৎসকরা জানান, বুসলফান যা ক্যান্সারের চিকিৎসা করে এমন ওষুদের সঙ্গে প্যারাসিটামল খাওয়া ঠিক নয়। এছাড়া মৃগী রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় এমন ওষুধ, এছাড়া কোলেস্টাইরামিন প্রাথমিক বিলিয়ারি সিরোসিসের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়, ডমপেরিডোন আছে যা বমি থেকে মুক্তি দেয়—এমন ওষুদের সঙ্গেও প্যারাসিটামল খাওয়া উচিৎ নয়। এছাড়া প্যারাসিটামল নিয়ে কিছুটা সাবধান হতে বলেছেন চিকিৎসকরা; বিশেষ করে যাদের লিভার বা কিডনি সংক্রান্ত রোগ আছে তাদের ক্ষেত্রে। এছাড়া অ্যালকোহল পান করলে প্যারাসিটামল ডাক্তারের পরামর্শে খাওয়া উচিৎ। এছাড়াও দুই মাসের কম বয়সী
শিশুদের ডাক্তারের পরামর্শ ছাড়া প্যারাসিটামল দেওয়া উচিৎ নয়।

২৪ ঘণ্টার মধ্যে চার ডোজের বেশি প্যারাসিটামল গ্রহণ করবেন না।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন