বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

টাইফুন হাইকুই : তাইওয়ানে বিদ্যুৎহীন হাজার পরিবার, ২০০ ফ্লাইট বাতিল

টাইফুন হাইকুই : তাইওয়ানে বিদ্যুৎহীন হাজার পরিবার, ২০০ ফ্লাইট বাতিল

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : তাইওয়ানের পূর্ব উপকূলে রোববার সন্ধ্যায় আঘাত হেনেছে টাইফুন হাইকুই। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে প্রায় সাত হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রায় ৩০ হাজার পরিবার। দুর্ঘটনা এড়াতে বাতিল করা হয়েছে দুই শতাধিক ফ্লাইট। রয়টার্সের খবরে বলা হয়েছে, দ্বীপটিতে গত চার বছরের মধ্যে প্রথম সরাসরি আঘাত হানে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়। রোববার ভোর থেকে প্রবল বৃষ্টি হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে বাতাসের গতিও বাড়ছে। এতে অফিসগামী মানুষ চরম বিড়ম্বনায় পড়েন। আবহাওয়া কর্তৃপক্ষ বলছে, সকাল থেকে ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া টাইফুনের কারণে দক্ষিণ ও পূর্ব তাইওয়ানের স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় বাতিল করা হয়েছে ফ্লাইট।স্থানীয় সময় রোববার সন্ধ্যায় তাইওয়ানের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড় হাইকুই। গত চার বছরের মধ্যে এটাই প্রথম ঘূর্ণিঝড় যা সরাসরি তাইওয়ানে আঘাত হেনেছে। পরবর্তীতে ঘূর্ণিঝড়টি দক্ষিণাঞ্চলে অগ্রসর হয়েছে।রাষ্ট্রপরিচালিত তাইপাওয়ার জানিয়েছে, ঘূর্ণিঝড়ের সময় প্রায় আড়াই লাখ বাড়ি-ঘরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়। তবে পরবর্তীতে বেশিরভাগ জায়গায় বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু হলেও এখনো ৩৪ হাজারের বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এর মধ্যে অর্ধেকই পূর্বাঞ্চলীয় তাইতুংয়ের বাসিন্দা। তাইওয়ানের দমকল বিভাগ জানিয়েছে, টাইফুন আঘাত হানায় বিভিন্ন দুর্ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তাইওয়ান সরকার জানিয়েছে, মূলত দক্ষিণ ও পূর্বাঞ্চল থেকে সাত হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে চীনের উপকূলীয় প্রদেশ ফুজিয়ান ও গুয়াংডংয়ের আশপাশে প্রবল বাতাস ও বিশাল ঢেউয়ের সতর্কতা জারি করা হয়েছে এবং সমুদ্রে চলাচলরত জাহাজগুলোকেও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন