শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

আদমদীঘিতে ঝাড়ু তৈরির কাঁচামাল সামগ্রীর গোডাউনে আগুন

আদমদীঘিতে ঝাড়ু তৈরির কাঁচামাল সামগ্রীর গোডাউনে আগুন

এএফএম মমতাজুর রহমান
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে ঝাড়ু তৈরির কাঁচামাল সামগ্রীর গোডাউনে অগ্নিকা-ের ঘটনায় প্রায় ৮০হাজার টাকার মালামাল পুড়ে গেছে। বুধবার রাত ৯ টার দিকে উপজেলার নসরতপুর ইউপির বিনাহালি গ্রামের মৃত কিনা প্রামানিকের ছেলে গোবিন্দ প্রামানিকের গোডাউনে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিসের একটি ইউনিট দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গোডাউনের স্বত্বাধিকারী গোবিন্দ প্রামানিক জানান, ঝাড়ু তৈরি করার কাঁচামাল সামগ্রী (খিলিল) গোডাউনে রাখা ছিল। হঠাৎ বুধবার রাত ৯ টার দিকে এক প্রতিবেশীর খবর দেয় তার গোডাউনে আগুন লেগেছে। তিনি সেখানে এসে স্থানীয়দের সহযোগিতায় প্রাথমিক ভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এরপর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। আদমদীঘি ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ নিয়ে আনে। গোডাউনের প্রায় ৮০ হাজার টাকা মূল্যের মালামাল ছিলো।
আদমদীঘি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার রুহুল আমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন