শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

কুড়িগ্রামে জলবায়ু ধর্মঘট পালিত

কুড়িগ্রামে জলবায়ু ধর্মঘট পালিত
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানি প্রসারের দাবিতে বৈশ্বিক জলবায়ু ধর্মঘট পালন করেছে কুড়িগ্রামের তরুণ জলবায়ু কর্মীরা।
শনিবার(১৬ সেপ্টেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের উদ্যোগে ঘন্টাব্যাপী এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
জলবায়ু কর্মীরা জীবাশ্ম জ্বালানীতে অর্থায়ন বন্ধ এবং জীবাশ্ব জ্বালানী এলএনজি আমদানির উপর দেশের নির্ভরতা কমানোর দাবি জানান। কর্মসূচিতে বিভিন্ন স্লোগান সম্বলিত প্লাকার্ড হাতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
এতে বক্তব্য রাখেন  ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের কুড়িগ্রাম জেলা টিমের সমন্বয়ক সুজন মোহন্ত,সহকারী কো-অর্ডিনেটর দুলাল হোসেন মোল্লাহ,সদস্য স্বপন সরকার,নুসরাত জাহান, সুলতান,রুবাইয়া,রা‌শেদুল,আলা‌মিন,মা‌র্জিয়া,বায়‌জিদ,খোকন,রা‌শেল,সাগর,র‌নি,লিখন প্রমুখ।
জেলা টিমের সমন্বয়ক সুজন মোহন্ত বলেন,’জলবায়ু পরিবর্তনের বিপর্যয়ের কারণে বিশ্ব এখন সংকটাময়। বিশেষ করে আমাদের জেলার চরের মানুষজন প্রতিবছর এর চরম ক্ষতির শিকার হচ্ছেন। আমরা উন্নত দেশগুলোকে প্যারিস সম্মেলন চুক্তি মেনে কার্বন নিঃসরণ হ্রাসে উদ্যোগী হতে হবে।’
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন