বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

আদমদীঘিতে কীটনাশক খেয়ে গার্লস স্কুল এন্ড কলেজের অফিস সহকারীর আত্মহত্যা

 

এএফএম মমতাজুর রহমান
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়ার আদমদীঘিতে কীটনাশক ঔষধ খেয়ে ফেরদৌস আলী (৫৪) নামের আদমদীঘি পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের অফিস সহকারী (করনিক) আত্মহত্যা করেছে। রবিবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত ফেরদৌস আলী উপজেলার সদর ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত মিঠন প্রামানিকের ছেলে।
জানা যায়, কয়েকমাস ধরে মানসিক বিষন্নতার মধ্যে ছিলেন আদমদীঘি পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের অফিস সহকারী (করনিক) ফেরদৌস আলী। শনিবার রাত সাড়ে ১০ টায় তার বসতবাড়ির শয়ন ঘরে জমিতে দেওয়া কীটনাশক ঔষধ সেবন করে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন জানতে পেরে তাকে নিয়ে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে যাওয়ার পথে তিনি মারা যান।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত শেষে দাফনের জন্য নিহতের পরিবারের নিকট লাশটি হস্তান্তর করা হবে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন