রাজারহাটে বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাজার সদর বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন।
১৫বছর পর নির্বাচনের মাধ্যমে প্রার্থী মনোনয়নের সুযোগ পেয়ে খুশি বাজারের ব্যবসায়ীরা।
শনিবার ৭অক্টোবর সকাল ৯ঃ০০ঘটিকা থেকে বিকাল ৪ঃ০০ঘটিকা পর্যন্ত উপজেলার সদর বণিক সমিতির কার্যনির্বাহী কমিটির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল দেখার মত। সবাই তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পেরেছে। কোন প্রকার ঝামেলা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়।
উক্ত,বণিক সমিতির নির্বাচনে শনিবার দুপুরে পর্যবেক্ষন করেছেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়, রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বণিক সমিতির প্রধান নির্বাচন কমিশনার জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি,রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান,
রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুনুর মোহাম্মদ আখতারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ সহ উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
রাত ৮ঃ৩০ ঘটিকায় রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বণিক সমিতির প্রধান নির্বাচন কমিশনার জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি, নির্বাচনের ফলাফল প্রকাশ করেন। নির্বাচনে যারা বিজয়ী হন।
সভাপতি পদে আব্দুর রাজ্জাক(ছাতা) প্রতীকে ৪১২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দী প্রার্থী মীর্জা সাইফুল্লাহ আহম্মেদ হাতি প্রতীকে ৩৩৯ পেয়ে পরাজিত হয়। সাধারণ সম্পাদক পদে আঃ রাজ্জাক উড়োজাহাজ প্রতীকে ৪০৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দী প্রার্থী আলহাজ্ব আব্বাস আলী মটর সাইকেল প্রতীকে ১৭৩ ভোট ও মেহেরুজ্জামান লেবু হরিণ প্রতীকে ১৪৮ ভোট পেয়ে পরাজিত হন।
সহ-সভাপতি পদে মিজানুর রহমান বুলবুল টেলিফোন প্রতীকে ৩২৫ ভোটে (১ম) নাজমুল হুদা নাজু আম প্রতীকে ৩২৩ ভোটে (২য়) ও শফিকুল ইসলাম বুলু মন্ডল মাছ প্রতীকে ৩১০ ভোট পেয়ে (৩য়) নির্বাচিত হন।
সহ-সাধারণ সম্পাদক পদে শফিকুল আলম অপু টিউবওয়েল প্রতীকে ৪১৮ ভোটে (১ম)ও শ্রীবাস চন্দ্র কলস প্রতীকে ৩২৬ ভোট পেয়ে ২য় নির্বাচিত হয়। সাংগঠনিক সম্পাদক পদে শাহাদাৎ হোসেন লাল মোবাইল প্রতীকে ৪০৩ ভোটে ১ম এবং চাঁন মিয়া ফ্যান প্রতীকে ৩৪০ ভোট পেয়ে ২য় নির্বাচিত হন।
দপ্তর সম্পাদক পদে এরশাদুল হক গোলাপ প্রতীকে ৩৪৯ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে জাকির হোসেন ব্যাট প্রতীকে ৩৩৫ প্রচার সম্পাদক পদে আব্দুর রফিক মন্ডল মাইক প্রতীকে ৩২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়।