শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ঘোড়াঘাটে দূর্গা পূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে দূর্গা পূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

মনোয়ার বাবু,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় আসন্ন শারদীয়া দূর্গা পূজা উপলক্ষে মন্দির ভিত্তিক পূজা কমিটির সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় থানা চত্বরে পুলিশ প্রশাসনের আয়োজনে ওসি (তদন্ত) এনামুল হকের সভাপতিত্বে উপ-পরিদর্শক লিখন কুমার সাহার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঘোড়াঘাট পৌরশহরের বড়গলি মন্ডপ কমিটির সভাপতি  তাপস কুমার কুন্ডু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কার্তিক সরকার, সাধারণ সম্পাদক  জগদীশ চন্দ্র চক্রবর্তী, উপ-পরিদর্শক অসীম কুমার মোদক সহ অনেকে।

সভায় আসন্ন শারদীয়া দূর্গা পূজা উপলক্ষে সংশ্লিষ্ট মন্দিরের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ে আলোচনা করা হয়।

উল্লেখ্য, এ বছর উপজেলায় ৩৯ টি পূজা মন্ডবে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পৌরসভায় ১২টি পূজা মন্ডবে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। আগামী ২০অক্টোবর থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন