রাহুল-শচিন মিলিয়ে রাচিনের নাম নয়!
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ভারতের দুই ব্যাটিং গ্রেট রাহুল দ্রাবিড় ও শচিন টেন্ডুলকারের নামের সংমিশ্রণে রাখা হয়েছে নিউজিল্যান্ড অলরাউন্ডার রাচিন রবীন্দ্রর নাম। এই গল্পটি এখন প্রায় সবারই জানা। এক সাক্ষাৎকারে রাচিন নিজেই জানিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তির নাম থেকেই তার নাম রাখা হয়েছে। রাহুল ও শচিন দুইজনেরই বড় ভক্ত তার বাবা রবি কৃষ্ণমূর্তি। কিন্তু রাচিনের এই বক্তব্যের সঙ্গে একমত নন তার বাবা রবি কৃষ্ণমূর্তি। বেঙ্গালুরুতে ক্লাব ক্রিকেট খেলা রবি জানিয়েছেন, রাহুল ও শচীনের নামের সঙ্গে মিল রেখে তার ছেলের নাম রাখেননি তিনি। এটা পুরোটাই এক কাকতালীয় ব্যাপার বলে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টকে জানিয়েছেন তিনি। রাচিনের নামের গল্প নিয়ে রবি বলেছেন, ‘রাচিনের জন্মের সময় আমার স্ত্রী নামটি প্রস্তাব করেছিল। নাম শোনার পর এটি নিয়ে খুব বেশি সময় আর আলোচনা করিনি। কারণ নামটি শুনতে ভালো লাগছিল, উচ্চারণ সহজ এবং নামটা ছোট ছিল। তাই আমরা এই নামটাই রাখার সিদ্ধান্ত নিই।’ পরে ভারতের দুই ক্রিকেট কিংবদন্তির নামের সঙ্গে মিল খুঁজে পান বলে জানিয়েছেন রবি। তিনি বলেছেন, ‘কয়েক বছর পর আমরা বুঝতে পারি নামটিতে রাহুল এবং শচীনের নামের সংমিশ্রণ রয়েছে। তবে ইচ্ছাকৃতভাবে নামটি রাখা হয়নি। চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন রাচিন। আসরে ৯ ম্যাচে ৫৬৫ রান নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে তিনি।