শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

শেষ ওভারের রোমাঞ্চে ইংল্যান্ডের কাছে বাংলাদেশের হার

শেষ ওভারের রোমাঞ্চে ইংল্যান্ডের কাছে বাংলাদেশের হার

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ভারতে চলছে ওয়ানডে বিশ্বকাপ। তারই মধ্যে সেখানে চার দলের অংশগ্রহণে চলছে ওয়ানডে ফরমেটের টুর্নামেন্ট। যেখানে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গতকাল টাইগার যুবারা মুখোমুখি হয়েছিল ইংল্যান্ডের যুবাদের। ম্যাচটিতে টানটান উত্তেজনাপূর্ণ শেষ ওভারে এসে হার দেখতে হয়েছে তাদের।  শুক্রবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ইংল্যান্ড হামজার ১২৬ ও নোয়ার ৮৮ রানে ভর করে ৯ উইকেট হারিয়ে ৩২২ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ বাংলাদেশ আহরারের ৬৬, আশিকুর ৬২, পারভেজের ৬০ রানে ভর করে ৩০৯ রানে গিয়ে থামে। এতে করে ১৩ রানের হার নিয়ে মাঠ ছাড়ে টাইগার যুবারা।  ইংলিশদের দেয়া টার্গেট পার করতে শেষ ২৪ বলে বাংলাদেশের প্রয়োজন ছিল ৩১ রানের। কিন্তু টাইগার যুবারা দুই উইকেট হারিয়ে মাত্র ১৭ রান সংগ্রহ করতে সক্ষম হয়। চার দলের সিরিজে এটি বাংলাদেশের দ্বিতীয় হার। এর আগে ইংলিশদের দেয়া ৩২৩ রান তাড়া করতে নেমে টাইগার যুবাদের দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার জিসান আলম এবং আশিকুর রহমান শিবলি। এ দু’জন স্কোরবোর্ডে ৪৭ রান যোগ করেন। যেখানে জিসানের সংগ্রহ ৪১ রান। জেইডন ডেনলির বলে বেন ম্যাককিনিকে ক্যাচ দিয়ে জিসান বিদায় নিলে ভাঙে জুটি। তিনে নেমে ভালো করতে পারেননি মোহাম্মদ রিজওয়ানও, মিচেল কিলেনের বলে তিনি ফিরেন মাত্র ৯ রান করে। এরপর চারে নামা আরিফুল ইসলাম প্যাভিলিয়নের পথ ধরেন মাত্র ৬ রানে। ৯২ রানে ৩ উইকেট হারানো বিপর্যস্ত বাংলাদেশকে টেনে তোলার দায়িত্ব নেন আশিকুর এবং আহরার আমিন। একপর্যায়ে হাফ সেঞ্চুরিও তুলে নেন আশিকুর, কিন্তু ইনিংস বড় করতে ব্যর্থ হন তিনি। ম্যাককিনিকে ক্যাচ দিয়ে তিনি বিদায় নেন ৬২ রান করে।  এরপর দ্রুতই আরও ২ উইকেট হারায় টাইগার যুবারা। পরে আরহার আমিন বিদায় নেন ৬৬ রান করে। তাকে ফেরান মিচেল। ২০৯ রানে ৭ উইকেট হারানোর পর বাংলাদেশের জন্য ম্যাচটি আবার কঠিন হয়ে ওঠে। এরপর বাংলাদেশকে স্বপ্ন দেখাতে শুরু করে পারভেজ জীবন ও ওয়াসি জুটি।  ৮৩ রানের জুটিতে জয়ের কাছে গিয়েও শেষ পর্যন্ত আর সীমানা-দড়ি ছোঁয়া হয়নি তাদের।  ব্যক্তিগত ৬০ রানে পারভেজকে ফিরিয়ে জুটি ভাঙেন এডওয়ার্ড জ্যাক। শেষ দিকে ওয়াসি করেন ৩২ রান। যা দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস থামে ৩০৯ রানে।  এর আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের সামনে ৯ উইকেটে ৩২২ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ডের যুবারা। ইংলিশদের হয়ে সর্বোচ্চ ১২৬ রানের ইনিংস খেলেন হামজা শেখ। এছাড়া নোয়ার করেন ৮৮ রান। বাংলাদেশের হয়ে ইকবাল হাসান ইমন ৪টি ও মারুফ মৃধা ৩টি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল :
৩২২/৯ (৫০ ওভার) (হামজা ১২৬, নোয়া ৮৮, বেনকেনস্টেইন ২২; ইকবাল হাসান ৪/৬২, মারুফ ৩/৭১)।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ৩০৯ (৪৯.৩ ওভার) (আহরার ৬৬, আশিকুর ৬২, পারভেজ জীবন ৬০, জিসান ৪১; জ্যাক ৫/৫৭, মিচেল ৩/৫৬)।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন