গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে পিকআপের ধাক্কায় ১জন নিহত
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের তুলসিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সালাম মোল্লা ফুলছড়ি উপজেলার খাটিয়ামারি চরের আলী আকবরের ছেলে। তিনি ঢাকা সেনানিবাসে অফিস করণিক হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়,গাইবান্ধায় অটোরিকশায় পিকআপের ধাক্কায় আব্দুস সালাম মোল্লা (৫৮) নামে এক অফিস করণিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্ত্রীসহ তিনজন। শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে
বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা। তিনি বলেন, অটোরিকশাটি পলাশবাড়ীর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তুলসিঘাট নামক এলাকায় অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুস সালাম নামে ওই ব্যক্তি মারা যান। এ ঘটনায় গুরতর আহত হন তার স্ত্রী রওশনারা, ছেলে ফুয়াদ ও অটোরিকশাচালক শুক্কর আলী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।