বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

বিগ ব্যাশের রেকর্ডবয় জোস ব্রাউন খেলবেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে

বিগ ব্যাশের রেকর্ডবয় জোস ব্রাউন খেলবেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে হয়নি অভিষেক ৩০ বছর বয়সী টপ অর্ডার জোস ব্রাউনের। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে একটি মাত্র লিস্ট ‘এ’ ম্যাচ এবং ২৩টি টি-টোয়েন্টি খেলেছেন। দু’ দিনের ব্যবধানে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-২০ ক্রিকেট বিগ ব্যাশে দু’ টি কৃতি করেছেন। ৪৮ ঘন্টা আগে কারারাতে ব্রিসবেন হিট- এর হয়ে এডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে মেরেছেন তিনি ১২টি ছক্কা। বিগ ব্যাশে এতোদিন এক ইনিংসে সর্বোচ্চ ১১টি ছক্কার রেকর্ড যৌথভাবে ছিল ক্রিস গেইল, ক্রেগ সিমন্স এবং ক্রিস লিনের। সেই রেকর্ড দিয়েছেন ভেঙ্গে জোস ব্রাউন। ডেভিড পেইনের বলে স্কাই ক্যাচ দেয়ার আগে করেছেন  ব্রাউন ৫৭ বলে ১২ ছক্কা, ১০ বাউন্ডারি এবং ২৪৫.৬১ স্ট্রাইক রেটে ১৪০! ৪১ বলে সেঞ্চুরি করে বিগ ব্যাশে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটিও করেছেন গত ২২ জানুয়ারি। এর আগে গ্লেন ম্যাক্সওয়েলও ৪১ বলে শতরান করেছিলেন। তবে দ্রুততম শতরানের রেকর্ডটি অক্ষত রইল। সেটা করেছিলেন সাইমন্স। ৩৯ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। ২০১৪ সালে অ্যাডিলেডের বিরুদ্ধেই সেই রেকর্ড গড়েছিলেন সাইমন্স। ১৪০ রানের মধ্যে চার-ছক্কায় ১১২ রান নিয়ে বিগ ব্যাশে ম্যাক্সওয়েলের এক ইনিংসে চার-ছক্কায় সর্বোচ্চ রানকে স্পর্শ করেছেন জোস ব্রাউন। ব্রিসবেন হিটের মোট রানের ৬৫.৪২% রান করেছেন জোস ব্রাউন। ২০১৫-১৬ মৌসুমে স্কোরার্সের বিপক্ষে লায়ন করেছিলেন ৬৪.১% রান।১২টি ছক্কার মধ্যে বোয়েসের এক ওভারে মেরেছেন সর্বোচ্চ ৩টি ছক্কা। ৪৮ ঘন্টা পর সিডনি ক্রিকেট গ্র্যাউন্ডে স্বাগতিক সিডনি সিক্সার্সের ৪৩ হাজার সমর্থককে চুপসে দিয়েছেন। বিগ ব্যাশের ফাইনালে ৩৮ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংসে সিডনি সিক্সার্সকে ৫৪ রানে হারিয়ে ব্রিসবেন হিটকে দিয়েছেন বিগ ব্যাশের দ্বিতীয় শিরোপার স্বাদ। বিগ ব্যাশের এই রেকর্ড বয়কে এবার দেখা যাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। আগামী ২৬ জানুয়ারি জোস ব্রাউন আসছেন সিলেটে। তাকে উড়িয়ে আনছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ২৭ জানুয়ারি জোস ব্রাউনের বিপিএলে অভিষেক হবে ফরচুন বরিশালের বিপক্ষে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন