বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ব্রহ্মপুত্র নদের বালাসীঘাটে দ্রুত টানেল নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলা হবে

ব্রহ্মপুত্র নদের বালাসীঘাটে দ্রুত টানেল নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলা হবে
গাইবান্ধাঃ ফুলছড়ির ব্রহ্মপুত্র নদের বালাসীঘাটে দ্রুত টানেল নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলা হবে। এটি নির্মাণ হলে গাইবান্ধার ব্যবসায়ীক প্রসার ও উন্নত  হবে।  সেই সাথে দ্রুততম সময়ে গাইবান্ধায় একটি ইকোনমিক জোন তৈরি করা পরিকল্পনা রয়েছে এটা গাইবান্ধাবাসীর প্রাণের দাবি বলে মন্তব্য করেছেন গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য শাহ সারোয়ার কবির। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র আয়োজনে জেলা সদরের স্বাধীনতা প্রাঙ্গনে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাহ সারোয়ার কবির বলেন,গাইবান্ধায় একটি বিশ্ববিদ্যালয় ও কৃষি  বিশ্ববিদ্যালয় করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। একই সাথে মেডিকেল কলেজ স্থাপনের কার্যকরী পদক্ষেপ নেয়া হবে। গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি বীরমুক্তিযোদ্ধা মকছুদার রহমান শাহানের সভাপতিত্বে ও সংগঠক শিরিন আক্তারের সঞ্চালনায়  অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- গাইবান্ধা পৌরসভার প্যানেল মেয়র শহীদ আহমেদ,  গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সহ-সভাপতি আব্দুর রশীদ সরকার, সংসদ সদস্য’র সহধর্মিণী মাসুমা আখতার, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি  খান সাঈদ হোসেন জসিম, সিনিয়র সহ সভাপতি তৌহিদুর রহমান মিলন, সিনিয়র পরিচালক নওশের আলম, পরিচালক হাসান মাহমুদ জনি প্রমুখ।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন