পলাশবাড়ী পৌর সভার দৃষ্টি নন্দন উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে
গাইবান্ধাঃ জেলার পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব বলেছেন পলাশবাড়ী পৌর সভার দৃষ্টি নন্দন উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।শুধু দৃষ্টি নন্দনই না সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে বিভিন্ন প্রকল্প করেছে পলাশবাড়ী পৌরসভা। মশক নিধন,জনস্বাস্থ্য, রাস্তাঘাট সড়কবাতি প্রকল্পের কাজ চলমান রয়েছে।ইতিমধ্যেই কেন্দ্রীয় শহীদ মিনারের দৃষ্টি নন্দন গেট,পাবলিক টয়লেট নির্মাণসহ বেশ কয়েকটি রাস্তার কাজ কাজ সম্পন্ন করা হয়েছে। ৭ ফেব্রুয়ারীবুধবার সাংবাদিকদের সাথে একান্ত সাক্ষাৎ কালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন পৌর নির্বাচনে দায়িত্ব গ্রহণের পরই দেশে করোনা ক্রান্তি পার করতে হয়েছে।প্রায় দের দু বছর করোনায় উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হয়েছে।সামান্য সময়ের যে উন্নয়ন হয়েছে আগামীতে তা বহুগুণ বৃদ্ধি পাবে। পৌরসভার ৯ টি ওয়ার্ডে রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যাবস্থার উন্নতি কল্পে ইতোমধ্যে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।দাতা সংস্থা গুলোর চাহিদা মোতাবেক প্রকল্প গ্রহণ করা হয়েছে।আশা করি দ্রুত এসব প্রকল্পের কাজ শুরু হবে।সব কিছু ঠিকমত থাকলে পলাশবাড়ী পৌরসভা একটি স্মাট পৌরসভা হিসেবে গড়ে ওঠবে।সকলের সহযোগিতা নিয়ে পলাশবাড়ী পৌরসভাকে একটি স্মাট ও নানন্দিক পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে।