সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

হজযাত্রীদের করোনা টিকা নেয়ার সময় জানাল সৌদি

হজযাত্রীদের করোনা টিকা নেয়ার সময় জানাল সৌদি

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : হজযাত্রীদের হজ মৌসুম শুরুর ১০ দিন আগেই করোনাভাইরাসের টিকা নেয়া সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে মন্ত্রণালয়টি বুধবার (২৬ এপ্রিল) এ তথ্য জানায়।

এর আগে এক টুইটার ব্যবহারকারী জানতে চান যে, হজে যেতে হলে করোনার তৃতীয় ডোজ টিকা নিতে হবে কি না। জবাবে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, হজযাত্রীদের প্রয়োজনীয় সব টিকা নিতে হবে। হজ মৌসুম শুরুর ১০ দিন আগে হজযাত্রীদের করোনা টিকা নেয়া সম্পন্ন করতে হবে। আগামী ৫ মে থেকে হজের আবেদন গ্রহণ শুরু করা হবে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট ১ লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

গত ৮ ফেব্রুয়ারি হজের নিবন্ধন শুরু হয়। এরপর আট দফা বাড়ানো হয় নিবন্ধনের সময় এরমধ্যে কোটা পূরণ হয়নি। শেষে নবম দফায় মঙ্গলবার (২৫ এপ্রিল) নিবন্ধনের বিশেষ সুযোগ দেয়া হয়। এরপরও কোটা পূরণ হয়নি।

জেলা প্রশাসকদের কাছে পাঠানো তথ্য অনুযায়ী মোট নিবন্ধিত হজযাত্রী এক লাখ ১৯ হাজার ৪৮৬ জন। এরমধ্যে সরকারিভাবে ১০ হাজার ৩৯ জন এবং বেসরকারিভাবে এক লাখ ৯ হাজার ৪৪৭ জন নিবন্ধন করেছেন।

এবার সাড়ে ৩ হাজারের মতো কোটা সৌদি আরবকে ফেরত দেয়া হবে বলে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান জানিয়েছেন। আগামী ২১ মে হজ ফ্লাইট শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন