ধর্মপাশায় বিষপানে কিশোরীর মৃত্যু
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : সুনামগঞ্জের ধর্মপাশায় মায়ের সাথে অভিমান করে ঘরে থাকা বিষাক্ত কীটনাশক টেবলেট খেয়ে অসুস্থ হওয়ার প্রায় সাড়ে ১২ ঘণ্টা পর মেঘলা আক্তার বৃষ্টি (১৭) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৫টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃষ্টির মৃত্যু হয়। বৃষ্টি উপজেলা সদরের কান্দাপাড়া গ্রামের আলমচাঁন মিয়ার মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ঘরের কাজকর্ম নিয়ে মায়ের সাথে কথাবার্তা হয় বৃষ্টির, কিছুক্ষণ পর চালে রাখা বিষাক্ত কীটনাশক টেবলেট খেয়ে অসুস্থ হয় ওই কিশোরী। পরে পরিবারের লোকজন স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওইদিনেই উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৫টায় মৃত্যুর কোলে ঢলে পড়েন বৃষ্টি। মৃত্যুর বিষয়ে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করার বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) সনজিত কুমার রায়।