বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

আদমদীঘিতে এবার পরীক্ষার্থীর সংখ্যা ২০২১ জন

আদমদীঘিতে এবার পরীক্ষার্থীর সংখ্যা ২০২১ জন

এএফএম মমতাজুর রহমান
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলায় আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা পাঁচটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলি হলো সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয়, আদমদীঘি ঈশ্বরপূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয়, আদমদীঘি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, সান্তাহার বনমালী পরমেশ্বর উচ্চ বিদ্যালয় ও আদমদীঘি আদমিয়া ফাজিল মাদ্রাসা। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, এই পাঁচটি কেন্দ্রে মোট ২ হাজার ২১ জন পরীক্ষার্থী অংশ নেবে।আসন্ন এসএসসি পরীক্ষা শান্তিপূর্নভাবে গ্রহনের জন্য যাবতীয় প্রস্ততি গ্রহন করা হয়েছে।

আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) ও নির্বাহী ম্যজিষ্টেট টুকটুক তালুকদার জানান, আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্টভাবে পরিচালনা করার জন্য সব ধরনের প্রস্ততি গ্রহন করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠ ও নকলমুক্ত অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত সারাদেশের ন্যায় উপজেলার সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে ।
আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ বলেন, উপজেলায় পৃথক ৫টি
কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট পরীক্ষার্থীর মধ্যে ৯৭৫ জন ছাত্র এবং ১ হাজার ৪৬
জন ছাত্রী। এবার ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ৭১ জন বেশি।
সান্তাহার বনমালি পরমেশ্বর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার জানান, পরীক্ষার যাবতীয়
প্রস্ততি নেওয়া হয়েছে। নিয়মানুসারে যে কেন্দ্রের শিক্ষার্থী সে কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে
না।
উল্লেখ্য, এবার পুনর্বিনাসকৃত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হলেও সব বিষয়ে পূর্ণ নম্বর ও
পূর্ন সময়েই পরীক্ষা নেওয়া হবে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন