পার্বতীপুরে জাতীয় দুর্যোগ প্রস্তÍতি দিবস পালিত
সোহেল সানী ঃ
‘‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো স্মার্ট সোনার বাংলা গড়বো” এবারের প্রতিপাদ্য বিষয় ছিল। দিনাজপুরে পার্বতীপুরে জাতীয় দুর্যোগ প্রস্তÍতি দিবস ২০২৪ উদযাপনে উপলক্ষ্যে এক বনার্ঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। স্কুল-কলেজের শতাধিক ছাত্র-ছাত্রী র্যালিতে অংশ নেয়। আজ রবিবার র্যালি শেষে দুপুর ১১টায় উপজেলা হলরুমে জাতীয় দুর্যোগ প্রস্তÍতি দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিপুল কুমার। বিশেষ অতিথি ছিলেন পার্বতীপুর ফায়ার সার্ভিস স্টেশন সাব অফিসার নির্মল কুমার রায়, আব্দুস শাফি মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আনোয়ারুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী দুলাল কুমার কুন্ডু ও অফিস সহকারী মো: রাসেল মন্টু প্রমুখ। অনুষ্ঠান শেষে দুর্যোগ, ভূমিকম্প ও অগ্নি নির্বাপনের উপর মহরা প্রদর্শন করা হয়।