লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় শ্যালিকা-দুলাভাই নিহত
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : লালমনিরহাটের হাতীবান্ধায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। রোববার (২১ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শ্যালিকা ও এর আগে শনিবার বিকেলে দুলাভাইয়ের মৃত্যু হয়। শনিবার (২০ এপ্রিল) সকালে ওই উপজেলার দীঘিরহাট এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় ওইদিন বিকেলে একই উপজেলার ধুবনী গ্রামের বাসিন্দা আব্দুল কাইয়ুমের (৭০) ও রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় মধ্য গড্ডিমারী গ্রামের হানিফ আলীর স্ত্রী জলেখা বেগমের (৬৫) মৃত্যু হয়। আব্দুল কাইয়ুম ও জলেখা বেগম সম্পর্কে শ্যালিকা-দুলাভাই। পুলিশ জানান, পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি বালু বোঝাই ট্রাক একটি যাত্রীবাহী ভ্যান ও অটোরিকশাকে পেছনে থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালকসহ ৫ জন গুরুতর আহত হন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কাইয়ুমের মৃত্যু হয়। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় জলেখা বেগমের মৃত্যু হয়। হাতীবান্ধা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।