সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ত্রী হত্যা মামলার  আসামী স্বামীকে কেরানীগঞ্জ থেকে আটক

ত্রী হত্যা মামলার  আসামী স্বামীকে কেরানীগঞ্জ থেকে আটক
গাইবান্ধাঃ স্ত্রী শ্রীমতি পুতুল রানী হত্যা মামলার পলাকত আসামী স্বামীকে কেরানীগঞ্জ থেকে আটক করেছে র‍্যাব । আটককৃত আসামঅ হলেন  সাঘাটা উপজেলার বোনারপারার (রেলকলোনী, ১নং গেইট) গ্রামের খোঁকা দাশের পুত্র রম্পেন দাশ (৩৪)।  সোমবার (২২ এপ্রিল) বিকালে গাইবান্ধা  র‍্যাব -১৩, সিপিসি-৩ এর উপ-পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনিশ্চিত তথ্যের ভিত্তিতে গাইবান্ধা এবং কেরাণীগঞ্জ র‍্যাবের যৌথ অভিযানে গতকাল  (২১ এপ্রিল) সন্ধ্যে সাড়ে ৭টায় শ্রীমতি পুতুল রানী হত্যা মামলার প্রধান পলাতক আসামী শ্রী রম্পেন দাশকে কেরাণীগঞ্জ থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যা মামলার প্রধান পলাতক আসামী বলে স্বীকার করেছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উজেলার ধুতুর বাড়ি গ্রামের মৃত বিশ্বনাথের মেয়ে ভুক্তভোগী শ্রীমতি পুতুল রানীর (৩২) সঙ্গে আনুমানিক ১৫-১৬ বছর আগে আসামী শ্রী রম্পেন দাশের বিয়ে হয়। অভাব অনুটনের কারণে তারা ঢাকায় গার্মেন্টসে চাকরি করে জীবিকা নির্বাহ করতেন। তাদের একটি মেয়ে সন্তান  রয়েছে। চলতি মাসের গত ৯ এপ্রিল তারা গ্রামের বাড়িতে আসেন। গত ১১ এপ্রিল দিবাগত রাতে পারিবারিক বিষয় নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। একপর্যায়ে স্বামী রম্পেন দাশ ক্ষিপ্ত হয়ে গালিগালাজসহ এলোপাতাড়ি মারপিট করতে থাকেন। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই শ্রী রবিন দাশ গত ১৫ এপ্রিল বাদী হয়ে সাঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন