সোমবার, ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

খানসামায় ৪ কেজি গাঁজাসহ যুবক আটক

খানসামায় ৪ কেজি গাঁজাসহ যুবক আটক

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : দিনাজপুরের খানসামা উপজেলায় ৪ কেজি গাঁজাসহ মো. মামুন (২৩) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। গত ৯ মে বৃহস্পতিবার উপজেলার ভাবকী ইউনিয়নের আসারডাঙ্গা এলাকায় আটকের ঘটনাটি ঘটেছে। আটক মামুন নীলফামারীর সদর উপজেলার পূর্ব সুটিপাড়া এলাকার মানিক মিয়ার ছেলে।  পুলিশ সূত্রে জানা গেছে, এলাকাবাসীর সহযোগিতায় আসারডাঙ্গা এলাকায় মামুনকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে একটি পলিথিন ব্যাগের প্যাকেটে মোড়ানো ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য আইনে ধৃত মামুনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। ধৃত মামুনকে গতকাল ১০ মে শুক্রবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন