শুক্রবার, ৭ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

গাইবান্ধায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : গাইবান্ধা জেলা আইনশৃঙ্খলা কমিটির এক সভা রোববার (১২ মে) কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। সভায় প্রধান অতিথি ছিলেন সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগার। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামাল হোসেন, সিভিল সার্জন ডা. কানিজ আকতার, সাত উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ। এছাড়া সভায় জেলা পর্যায়ের বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংসদ সদস্য বলেন, ৬ষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে যাতে সম্পন্ন হয় সেজন্য সকলকে তার নিজ নিজ অবস্থান থেকে যথাযথ দায়িত্ব পালন করার অনুরোধ জানানো হয়। সভায় তিনি বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণে জনসচেতনতার বিকল্প নেই। সভার সভাপতি জেলা প্রশাসক চোরাচালান, বাল্য বিবাহ রোধ এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন