শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

খানসামায় ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা; ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

খানসামায় ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা; ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ উৎপাদন ও মেয়াদের তারিখ ছাড়া পণ্য সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার অপরাধে দিনাজপুরের খানসামা উপজেলায় ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার পাকেরহাট ও ভুল্লারহাট বাজারের কীটনাশক দোকানে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম।

এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার  হাবিবা আক্তার ও উপসহকারী উদ্ভিদ  সংরক্ষণ কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা।

জানা যায়, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া পণ্য সংরক্ষণের অপরাধে ভুল্লারহাট বাজারের মেসার্স আলহাজ্ব ট্রেডার্সকে ১০হাজার, পাকেরহাটে মেসার্স চ্যাটার্জী কীটনাশক স্টোরকে ৫ হাজার ও মেসার্স মহাদেব চন্দ্র ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করেন তিনি।

অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম সাংবাদিকদের বলেন, বাজার ব্যবস্থাপনা ভাল রাখতে এবং মেয়াদোত্তীর্ণ পন্য বিক্রি না করতে এই অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন