রবিবার, ১৬ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ডোমারে ছাত্রদের সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত 

ডোমারে ছাত্রদের সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত 
 রবিউল হক , ডোমার (নীলফামারী) প্রতিনিধি :
মাদক, সন্ত্রাস, জুয়া, কিশোর গ্যাং কালচার, স্মার্টফোনের অপব্যবহার সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ কল্পে নীলফামারীর ডোমারে ছাত্রদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩শে মে) সকালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে ডোমার থানার আয়োজনে অনুষ্ঠিত অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধ ও সচেতনতামূলক কর্মশালায় প্রধান বক্তা হিসেবে ছাত্রদের উদ্দেশ্যে সচেতনতা ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহসীন আলী।

এসময় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল আলম, সহকারী শিক্ষক মোঃ জাবেদুল ইসলাম সানবীম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব অধ্যাপক করিমুল ইসলাম প্রমুখ সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, থানা পুলিশের প্রতিনিধি দল ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

কর্মশালায় ছাত্রদের উদ্দেশ্যে নৈতিক, সামাজিক, রাজনৈতিক ও আইনগত জ্ঞান ও সচেতনতা বৃদ্ধিতে মাদক, সন্ত্রাস, জুয়া, কিশোর গ্যাং সহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বক্তব্য রাখেন বক্তারা।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন