জলঢাকায় কৃষক সংগ্রাম পরিষদের উদ্যোগে বৃক্ষ রোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত
নীলফামারীর জলঢাকায় কৃষক সংগ্রাম পরিষদের উদ্যোগে বৃক্ষ রোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারী (সোমবার) বিকেলে পৌরসভার ৭ নং ওয়ার্ডের চেরেঙ্গা ডাকুরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সভা হয়। পৌরসভার ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের সাবেক কর্মকর্তা ও জলঢাকা পৌরসভার মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ফজলুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ তাঁতীলীগ ও কৃষক সংগ্রাম পরিষদের সভাপতি হাসানুর রহমান হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জলঢাকা আইডিয়াল কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম, বক্তব্য রাখেন উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান শামীম, বক্তব্য রাখেন পৌরসভা ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি লাল মিয়া, বক্তব্য রাখেন ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকলেছার রহমান, বক্তব্য রাখেন তাঁতী লীগের পৌরনেতা গোলাম হোসেন, বক্তব্য রাখেন যুবলীগ নেতা শফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেয়র প্রার্থী ফজলুল হকের ছেলে ইঞ্জিনিয়ার সম্পদ ও ভাতিজী শ্যামা বেগম ও আওয়ামীলীগ নেতা সমসের আলী, ডাঃ শ্যামল চন্দ্র। অনুষ্ঠানে পৌরসভার ৭ নং ওয়ার্ডের সহস্রাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে চেরেঙ্গা ডাকুরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃক্ষ রোপন করেন অতিথিবৃন্দরা।