বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

দাবি আদায় না হলে কর্মবিরতির ঘোষণা হাবিপ্রবি শিক্ষক সমিতির 

দাবি আদায় না হলে কর্মবিরতির ঘোষণা হাবিপ্রবি শিক্ষক সমিতির 
হাবিপ্রবি প্রতিনিধি : দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সার্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে হাবিপ্রবি শিক্ষক সমিতির ব্যানারে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। ‘বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন’ এর আহ্বানে, পূর্বঘোষণা অনুযায়ী রবিবার (২৬মে) সকাল সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন স্কিমকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে তা বাতিল,শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ও সুপার গ্রেডের দাবী জানানো হয়।  ১৩ মার্চ, ২০২৪ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় কতৃর্ক জারিকৃত প্রজ্ঞাপনে জানানো হয়, যে সকল শিক্ষক ১জুলাই, ২০২৪ তারিখের পর যোগদান করবেন তাদের জন্য সার্বজনীন পেনশন স্কিমের ‘প্রত্যয় স্কিম’ বাধ্যতামূলক করা হয়েছে। এবং তাদের ক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠান বা সংস্থার জন্য বিদ্যমান অবসর সুবিধা সংক্রান্ত বিধিবিধান প্রযোজ্য হবে না।অন্যদিকে শিক্ষকরা দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়োগ বিধিমালা অনুযায়ী প্রতিটি শূণ্যপদের বিপরীতে যখন কোন শিক্ষক পদোন্নতি পান তখন প্রতিবার তার জন্য একটি করে নিয়োগপত্র প্রদান করা হয়।সে অনুসারে প্রতিবার পদোন্নতি তাদের জন্য নতুন করে নিয়োগ হিসেবে গণ্য হবে এবং তারাও এই পেনশন স্কীমের আওতাভুক্ত হবেন।অন্যন্য পেশাকে অন্তর্ভুক্ত না করে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য এমন নিয়ম কার্যকর করায় এর তীব্র নিন্দা জানান তারা। মানববন্ধনে অংশ নিয়ে হাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোস্তাফিজার রহমান বলেন, “এই বৈষম্যমূলক স্কিমের কারণে মেধাবীরা বিশ্ববিদ্যালয়ে যোগদান করবে না। যারা নতুন যোগদান করবে এবং আমরা যারা বর্তমানে রয়েছি তাদের মাঝে বৈষম্য সৃষ্টি হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো যেন এই পেনশন স্কিম বাতিল করা হয় এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য সুপার গ্রেড ও স্বতন্ত্র বেতন স্কেল ও চালু করা হয়।” মানবন্ধন শেষে হাবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সাদেকুর রহমান বলেন, “যদি দাবি আদায় না হয় তবে আগামী ২৮শে মে ২ ঘন্টা কর্মবিরতি এবং ৪ঠা জুন  অর্ধ দিবস কর্মবিরতি পালন করা হবে।” মানববন্ধনে উপস্থিত ছিলেন হাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোস্তাফিজার রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সাদেকুর রহমান, হাবিপ্রবি গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শ্রীপতি সিকদার, হাবিপ্রবি প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. বলরাম রায়সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন