শুক্রবার, ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

পুকুরে নেমে পড়ল চলন্ত বাস

পুকুরে নেমে পড়ল চলন্ত বাস

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : চাঁদপুরের ফরিদগঞ্জের ফকিরবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত বাস উল্টে পাশের পুকুরের পানিতে পড়ে গেছে। এ সময় এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ মে) দুপুর ১টার দিকে হাজীগঞ্জ রামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা বলেন, দুর্ঘটনায় কবলিত বাসটির নাম আল আরাফাহ। এই বাসটি ঢাকার উদ্দেশ্য রামগঞ্জ থেকে ছেড়ে এসেছিল। পরে ফকির বাজারের কাছে আসলে যাত্রীসহ বাসটি উল্টে পুকুরে পড়ে যায়। মূলত সড়কের বেহাল দশার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম বলেন, খবর পেয়েই পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে। একজন শিশু মৃত্যুর খবর পেয়েছি এবং এখন পর্যন্ত ১৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। দ্রুত বাসটিও উপরে তুলতে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন