শুক্রবার, ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

স্ত্রীকে কুপিয়ে হত্যা করে থানায় হাজির স্বামী

স্ত্রীকে কুপিয়ে হত্যা করে থানায় হাজির স্বামী

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ফেনীর সোনাগাজীতে সিনথিয়া ইসলাম খুশবু ইলা নামে এক গৃহবধূকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করে থানায় হাজির হয়েছেন স্বামী আলী আক্কাছ রনি। বুধবার (১২ জুন) উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড পূর্ব চর গণেশ গ্রামের শেখ পাড়া ওমর ফারুকের বাড়িতে এ ঘটনা ঘটে। আলী আক্কাছ রনি ভোলা জেলার বাসিন্দা। তার বাবা মো. রতন ও মা নুরজাহান বেগম ঢাকা মুগদা এলাকায় ভাড়া বাসায় থাকেন। সিনথিয়া ইসলাম খুশবু ইলা ঢাকা যাত্রাবাড়ি থানার ৪৮ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি লিপি বেগমের মেয়ে। সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, এ বছরের মার্চ মাসে আলী আক্কাছ রনি তার স্ত্রীকে নিয়ে সোনাগাজী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড পূর্ব চর গনেশ গ্রামের শেখপাড়া ওমর ফারুকের বাড়িতে বাসা ভাড়া নেন। আলী আক্কাছ সোনাগাজী বাজারে তার খালাতো বোনের জামাইয়ের সঙ্গে ভ্যানগাড়িতে করে জুতা বিক্রি করতেন। তারা আরও জানান, প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া লেগে থাকত। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ হত্যা। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে স্ত্রী ইলাকে বঁটি দিয়ে মাথায়, মুখে ও হাতে কুপিয়ে হত্যা করে রনি। বিষয়টি কেউ জানাজানির আগেই রনি স্ত্রীর লাশ বাসায় রেখেই ৭টার দিকে থানায় হাজির হয়। ওসি সুদ্বীপ রায় বলেন, বুধবার সকাল ৭টার দিকে থানার প্রাঙ্গণে একজন যুবকের ঘুরাঘুরি দেখে থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক মো. হারুন তাকে কারণ জিজ্ঞাসা করলে সে জানায়, তার স্ত্রীকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। পুলিশের ক্রসফায়ারের ভয়ে সে নিজেই আগে থেকে থানায় চলে এসেছে। তার কথা শোনার পর তাকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে নিয়ে আসি। আলী আক্কাছ রনি বর্তমানে থানায় আটক আছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন