রবিবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

মেসির গোলের পরেও ফের জয়হীন মায়ামি

মেসির গোলের পরেও ফের জয়হীন মায়ামি

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ইনজুরি কাটিয়ে বাংলাদেশ সময় গত বৃহস্পতিবার ভোরে মেজর লিগ সকারে (এমএলএস) আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে ফেরেন লিওনেল মেসি। সে ম্যাচে দুর্দান্ত এক গোল করেও জেতাতে পারেননি ইন্টার মায়ামিকে। ৩-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

সেই স্মৃতি ভোলার আগে নতুন মনোকষ্ট যোগ হয়েছে ফ্লোরিডার ক্লাবটির শিবিরে। রোববার ভোরে (২ জুন) এমএলএসে ওয়েস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলের ১১ নম্বরে থাকা সেন্ট লুইস সিটির বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি।

এমন সুস্থ ও ফিট মেসিকে চায় আর্জেন্টিনা। কারণ দরজায় কড়া নাড়ছে কোপা আমেরিকা কাপ। লাতিন মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা ধরে রাখার মিশনে এবারও আর্জেন্টিনার বড় হাতিয়ার তিনি।

চেজ স্টেডিয়ামে জর্দি আলবার অ্যাসিস্টে গোলে পেয়েছেন মেসি ও লুইস সুয়ারেজ। আর ৮৫ মিনিটে আলবার গোলে সমতায় ফেরে ইন্টার মায়ামি। আপাতত ক্লাব দায়িত্ব শেষ মেসির। যোগ দেবেন আর্জেন্টিনার স্কোয়াডে। পুরোপুরি মনোনিবেশ করবেন

আগামী ২০ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া কোপা আমেরিকায়। ২০২১ সালে মারাকানার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে প্রথমবারের মতো কোপা ট্রফি জেতেন মেসি। এরপর ২০২২ কাতারে বিশ্বকাপ জেতে নাম লেখান কিংবদন্তির কাতারে। ২৪ জুন ৩৭ বছর বয়সে পা দিতে যাচ্ছেন তিনি। ক্যারিয়ারের গোধূলি লগ্নে সম্ভাব্য শেষ শিরোপা জয় তার অন্যতম লক্ষ্য।

দুর্দান্ত ফর্ম নিয়ে কোপা আমেরিকা খেলতে যাচ্ছে মেসি। ইন্টার মায়ামির জার্সিতে টানা দুই ম্যাচে গোল করেছেন তিনি। চলতি মৌসুমে ১২ ম্যাচে মেসির গোল সংখ্যা ১২টি। ফলে সুইজ সুয়ারেজের সঙ্গে যৌথ্যভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে আছেন তিনি। এরই মধ্যে মায়ামির জার্সি ২৫টি গোল করেছেন তিনি। ক্লাব রেকর্ড গঞ্জালো হিগুয়েনের ২৯ গোলের চেয়ে চার গোল কম।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন