বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

জয়ের ফিফটিতে সিলেটে ভালো অবস্থানে বাংলাদেশ

জয়ের ফিফটিতে সিলেটে ভালো অবস্থানে বাংলাদেশ

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে স্বস্তির শুরু। লাঞ্চ বিরতির আগেই দলীয় শতরান পেরোয় বাংলাদেশের। বিরতি শেষে ফিরেই ব্যক্তিগত পঞ্চাশ পূর্ণ করলেন মাহমুদুল হাসান জয়। ৯৩ বল মোকাবিলায় টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ফিফটি পূর্ণ করলেন তিনি। জয়ের ব্যাটে ভালো অবস্থানে আছে বাংলাদেশও। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ১৩৩ রান।

টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে সিলেটে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি নাজমুল হোসেন শান্তর দল। যদিও ইনিংসের শুরু থেকেই নড়বড়ে ছিলেন ওপেনার জাকির। শেষমেশ টাইগার ওপেনারকে মুক্তি দেন এজাজ প্যাটেল। ইনিংসের ১৩ তম ওভারে প্যাটেলের অফ স্ট্যাম্পে পিচ করা ডেলিভারি পেছনের পায়ে ভর করে খেলতে চেয়েছিলেন জাকির। কিন্তু টার্ন করা বলটি সরাসরি আঘাত করে অফ স্টাম্পে। সমাপ্তি ঘটে জাকির হাসানের অস্বস্তিকর ইনিংসের। ১ চারে ৪১ বলে ১২ রান করেন বাঁহাতি ওপেনার। তার বিদায়ে ভাঙে ৩৯ রানের উদ্বোধনী জুটি। এরপর আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়কে নিয়ে লড়তে থাকেন শান্ত। দুজনের ওয়ানডে মেজাজের ব্যাটিংয়ে রানটাও বাড়ছিল বাংলাদেশের। ইতিবাচক ব্যাটিংয়ে জুটির রান ছাড়ায়। তবে লাঞ্চ বিরতিতে যাওয়ার কিছুক্ষণ আগেই বাজে শট খেলতে গিয়ে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। গ্লেন ফিলিপসের ফুল টস ডেলিভারি ক্রিজ ছেড়ে বেরিয়ে মারতে চেয়েছিলেন শান্ত। কিন্তু ঠিকঠাক খেলতে পারেননি। মিড-অনে ক্যাচ তালুবন্দী করেন কেন উইলিয়ামসন। ফেরার আগে ২ চার ও ৩ ছক্কায় ৩৫ বলে ৩৭ রান করেন শান্ত। তার বিদায়ে ভাঙে ৫৩ রানের দ্বিতীয় উইকেট জুটি। তৃতীয় উইকেট জুটিতে মাহমুদুল হাসান জয়ের সঙ্গী হন অভিজ্ঞ মুমিনুল হক। বিরতি থেকে ফিরে শুরুতেই ফিফটি তুলে নেন জয়। ৯৩তম বলে এজাজ প্যাটেলকে দারুণ এক কাভার ড্রাইভ মেরে পঞ্চাশ ছুঁয়েছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা আগের টেস্টেও পেয়েছিলেন অর্ধশতকের দেখা। ম্যাচটিতে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। জয়ের সাবধানী ব্যাটিংয়ে ভালো পুঁজির দিকে তাকিয়ে স্বাগতিকরা।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন