শুক্রবার, ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

সান্তাহারে অটোটেম্পু ও সিএনজি মালিক সমিতির সভাপতিকে বহিষ্কার করে নতুন আহবায়ক কমিটি ঘোষণা

সান্তাহারে অটোটেম্পু ও সিএনজি মালিক সমিতির সভাপতিকে বহিষ্কার করে নতুন আহবায়ক কমিটি ঘোষণা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়া জেলা অটোটেম্পু ও সিএনজি মালিক সমিতির সভাপতি নুর ইসলামের বিরুদ্ধে নানা ধরনের অনিয়মের অভিযোগ এনে তাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার দুপুরে আদমদীঘি উপজেলার সান্তাহার উপহার টাওয়ারে সেফালী কনভেনশন সেন্টারে সংগঠনটির জরুরি তলবী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সাথে আগামী ৪৫ কার্যদিবসের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি করার জন্য পাঁচ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। সেখানে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টুকে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান করা হয়েছে।
অটোটেম্পু ও সিএনজি মালিক সমিতির সহ সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মতিউর রহমান টিটুর সঞ্চালনায় তলবী সভায় বক্তব্য রাখেন বগুড়া আঞ্চলিক শ্রম দপ্তরের সহকারী পরিচালক খালেদা জাহান, শ্রম কর্মকর্তা শরিফুর রহমান, অফিস সহকারি আজাদ রহমান, সান্তাহার পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, কাউন্সিলর হুমায়ন কবির বাদশা, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এনএইচ মিলন, সাধারন সম্পাদক ফেরদৌস হাসান সুমন, আওয়ামীলীগ নেতা সুমিনুল ইসলাম সুমন, মনোয়ার জাহিদ রোকন, আব্দুর রাজ্জাক, যুবলীগ নেতা জাহিদুল ইসলাম, সাবেক ছাত্র নেতা তৌফিকুর রহমান সোহাগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতা মশিউর রহমান সজল প্রমূখ। সভায় পুরাতন কমিটি বিলুপ্ত করে পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি করা হয়। কমিটিতে মিজানুর রহমানকে আহবায়ক, আমিরুল ইসলামকে যুগ্ম আহবায়ক, শফিকুল ইসলাম শফি, আবুল কালাম আজাদ ও এনামুল হককে সদস্য করা এএফএম এএফএম মমতাজুর রহমান প্রমুখ।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন