বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

সাংবাদিকদের সাথে শ্রীমঙ্গল পৌর মেয়রের মতবিনিময়

সাংবাদিকদের সাথে শ্রীমঙ্গল পৌর মেয়রের মতবিনিময়

মৌলভীবাজার প্রতিনিধি
সরকার পতনের পর দুস্কৃতিকারীদের কবল থেকে শ্রীমঙ্গলের বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা, সংখ্যালঘুদের ব্যবসা প্রতিষ্টান ও জানমালের নিরাপত্তায় কাজ করতে সকলের সহযোগিতা চেয়েছেন শ্রীমঙ্গল পৌরসভা মেয়র মহসিন মিয়া মধু।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মেয়র মহসিন মিয়া মধু বলেন, আমরা কে কোন দল করি এবং কোন ধর্মের মানুষ এটা মাথায় না রেখে সরকারি সম্পদ ও সংখ্যালঘুদের জানমাল রিরাপদ রাখতে হবে। শ্রীমঙ্গল শান্তি ও সম্প্রীতির ঐতিহ্যবাহী শহর, এটাকে সকলে মিলে রক্ষা করতে হবে। এই শহরে যুগের পর যুগ ধরে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করে আসছে। তিনি আরও বলেন একটি দুষ্কৃতিকারী চক্র রয়েছে যারা নানা ভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করবে, তারা যেখানেই অরাজকতা করার চেষ্টা করবে সম্মিলিতভাবে তাদের প্রতিহত করার আহ্বান জানান পৌর মেয়র মহসিন মিয়া মধু। মতবিনিময়কালে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, পৌর কাউন্সিলর মীর  এম এ সালাম উপস্থিত ছিলেন। এছাড়াও এসময় শ্রীমঙ্গল ক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরীসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন