বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

পাঁচবিবিতে হিন্দু ধর্মালম্বীদের নির্ভয়ে থাকার সাহস দিলেন বিজিবি

পাঁচবিবিতে হিন্দু ধর্মালম্বীদের নির্ভয়ে থাকার সাহস দিলেন বিজিবি
 পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: ভারতের মিডিয়াগুলো ২’বছর আগের কিছু ভিডিও প্রচার করে দেশের সনাতন ধর্মালম্বি মানুষের মাঝে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছেন। মিথ্যা সংবাদে আপনারা ভয় পাবেন না, কারন কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আপনাদের জানমাল রক্ষায় ও সাহস জোগাতে বিজিবি সদস্যরা সদা প্রস্তুত আছে।জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউপির দামদারপুর শ্রীশ্রী মন্দির প্রাঙ্গনে সনাতন ধর্মালম্বিদের উদ্দেশ্যে এমন বক্তব্য রাখেন, নওগাঁর পত্বীতলা-১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল হামিদ। তিনি আরো বলেন, রাত জেগে আপনারা বাসাবাড়ি ও মন্দির পাহারা দিবেন। এরপরও যদি কেউ আপনাদের ক্ষতি করতে চায় আমাদেরকে ফোন দিবেন বিজিবি আপনাদের পাশে এসে দাড়াঁবে। আয়মারসুলপুর ইউপির চেয়ারম্যান মামুনুর রশিদ মিলটন বলেন, শেখ হাসিনার সরকার পদত্যাগের পর কিছু সন্ত্রাসী লোকজন হিন্দুদের ভয় দেখিয়ে ক্ষয়-ক্ষতি করার চেষ্টা করলেও আমরা সবাই সজাগ আছি। একই সঙ্গে বিজিবিও পাশে আছে। ভয়ের কিছু নেই । এসময় স্থানীয় জামায়াতে ইসলামী, ছাত্রশিবিরের নেতা ও স্থানীয় সুধীজন হিন্দুলোকদের র্নিভয়ে বসবাস করতে সাহস দেন। শনিবার দুপুরে দামদারপুর শ্রীশ্রী মন্দির প্রাঙ্গনে বিজিবি মতবিনিময় সভা করেন। মন্দির কমিটির সভাপতি শ্রী সুবধ চন্দ্র সহ অনেকেই বিজিবির এমন পদক্ষেপে খুশি হয়েছেন বলে তারা জানান।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন