মঙ্গলবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

পীরগঞ্জে বাল্য বিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনতা ও দায়বদ্ধতা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

পীরগঞ্জে বাল্য বিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনতা ও দায়বদ্ধতা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

পীরগঞ্জ (রংপুর)প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে সোমবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স কে বেসরকারী উন্নয়ন সংস্থা আরডিআরএস-এর আয়োজনে বাল্য বিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনতা ও দায়বদ্ধতা শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসানের সভাপতিত্বে আরডিআরএস-এর গর্ভামেন্ট রিলেশন এন্ড কমিউনিটি মোবিলাইজেশ অফিসার জেসমিন আক্তারের সঞ্চালনায় স্বাগত বক্ব্য রাখেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদ আল-মোস্তাকিম। কর্মশালায় উপস্থিত ছিলেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ফারজানা. কুমেদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম, আরডিআরএস এনজিও সংস্থার প্রতিনিধিগন, চৈত্রকোল,বড়দগাঁ, কুমেদপুর ও মিঠিপুর ইউনিয়নের ঈমাম, কাজী, পুরোহিত, বিভিন্ন শিা প্রতিষ্টানের প্রধান শিকবৃন্দ। বক্তারা বাল্য বিবাহের কুফল নিয়ে ব্যাপক আলোচনা করেন এবং অনুষ্ঠানে উপস্থিত সকলকে বাল্য বিবাহের কুফল নিয়ে সমাজের সর্বস্তরে জনসচেতনতা তৈরীর জন্য আহবান জানান। পাশাপাশি কাজীগন ও মাওলানা সাহেবদেরকে জরুরী তাগিদ দেওয়া হয় উনারা যাতে বিয়ে পড়ানোর সময় বয়স নির্ণয়ে সতর্ক থাকেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন