রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

উলিপুরে জমিজমা বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে জখম

উলিপুরে জমিজমা বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে জখম

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : কুড়িগ্রামের উলিপুরে জমিজমা বিরোধের জের ধরে আব্দুর রউফ মন্ডল (৬৪) নামের এক বৃদ্ধকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বর্তমানে তার অবস্থার অবনতি হলে তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে, গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার তবকপুর ইউনিয়নে। এ বিষয়ে ভুক্তভোগী আব্দুর রউফ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ওই ইউনিয়নের মন্ডল পাড়া এলাকার মৃত ফজলে রহমান মন্ডলের ছেলে।  অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আব্দুর রউফ মন্ডলের সঙ্গে দীর্ঘদিন যাবত একই এলাকার মমিনুল ইসলাম গংদের বিরোধ চলে আসছিল। গত শুক্রবার সকালে ভুক্তভোগী জনৈক ছবেদ মেম্বারের বাড়ির সামনে দিয়ে যাওয়ার পথে প্রতিপক্ষ মমিনুল ইসলাম (৩৬), ছক্কু মিয়া (৪৫), মিন্টু মিয়া (২৮), আমিনুল ইসলাম (৩২), আবুল হোসেন (৫২), নূর মোহাম্মদ (৫৫), আবুল কাশেম (৬০), ছকিয়ত আলী (৫৫), স্বাধীন মিয়া (২৮), জাহাঙ্গীর আলম (২৮), আলমগীর হোসেন (২৫) তার পথরোধ করে। এক পর্যায়ে দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে তার ওপর হামলা চালায়। পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। শনিবার তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক আব্দুর রউফকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগাম সদর হাসপাতালে রেফার করা হয়। ভুক্তভোগী আব্দুর রউফ মন্ডল জানান, শুক্রবার জমি বন্ধকের এক লাখ ৮০ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরার পথে মমিনুল ইসলামরা আমার ওপর পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায়। এ সময় আমাকে বেদম মারধর করে এক পর্যায়ে আমার কাছে থাকা এক লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মেহেরুল ইসলাম জানান, তার পায়ে বড় ধরণের ক্ষত রয়েছে। অবস্থার অবনতি হলে কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার করা হয়। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুর্তজা জানান, এ বিষয়ে মামলা হয়েছে। আসামি ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন