বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

সুবর্ণচরে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির উপর এডাপটিভ ট্রায়াল অনুষ্ঠিত

সুবর্ণচরে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির উপর এডাপটিভ ট্রায়াল অনুষ্ঠিত
মোহাম্মদ দেলোয়ার হোসেন, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির উপর কৃষক-কৃষাণীদের নিয়ে এডাপটিভ ট্রায়াল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) সকালবেলা  কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা প্রকল্প (এফএমডিপি) এর অধীনে সু্বর্ণচর উপজেলার   আটকপালিয়া ডাঃ নুরুল হক মিয়ার বাড়ীর প্রাঙ্গন ও কচ্ছপিয়া এলাকার প্রান্তিক কৃষক-কৃষাণীদের নিয়ে এসব যন্ত্রপাতির উপর এডাপটিভ ট্রায়াল অনুষ্ঠিত হয়েছে।
বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির পরিচিতি, মেরামত ও রক্ষণাবেক্ষণের উপর কৃষক, যন্ত্রচালক নিয়ে এই ট্রায়াল অনুষ্ঠান আয়োজন করা হয়। কৃষিকে বানিজ্যিকীকরণে মানসম্মত বারি উদ্ভাবিত আগাছা নিড়ানী যন্ত্র ও বাদামের খোসা ছাড়ানো যন্ত্রের উপর এডাপটিভ ট্রায়াল দেখানো হয়েছে কৃষক-কৃষাণীদের মাঝে।
সরেজমিন গবেষণা বিভাগ (বিএআরআই), নোয়াখালী এর বাস্তবায়নে ও ফার্ম মেশিনারি এন্ড পোস্ট হারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ গাজীপুর শাখার অর্থায়নে এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সরেজমিন গবেষণা বিভাগ নোয়াখালীর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শহীদূল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, সরেজমিন গবেষণা বিভাগ নোয়াখালীর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মিঞা মোহাম্মদ বশির।
সরেজমিন গবেষণা বিভাগ নোয়াখালীর বৈজ্ঞানিক সহকারী  মো. আবুল হোসেন এর সঞ্চালনায় কৃষকদের মাঝে যন্ত্র গুলোর এডাপটিভ ট্রায়াল দেখানো হয় সরেজমিনে।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন